কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) চার দফা দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। তাদের দাবিগুলো হলো- সিএইচসিপিদের ২০২৪ সালে জুলাই থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাড়ে পাঁচ মাসের বকেয়া বেতন এবং ২০২২ ব্যাচ সিএইচসিপিদের ১৫ মাসের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করা, একই বেতনে ১৪ বছরের বৈষম্য নিরসন করা, সিএইচসিপিদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করা এবং সিএইচসিপিদের চাকরির প্রবিধানমালা দ্রুত চুড়ান্ত করে সকল সুযোগ-সুবিধা বাস্তবায়ন করা।
মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. নঈম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জরিপ হোসেন প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকরি স্থায়ীকরণ করে ইএফটির মাধমে চলতি বছরের ইনক্রিমেন্টসহ বেতন ভাতা প্রদান করায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের কিছু যৌক্তিক দাবি এখনও পূরণ হয়নি। তাই আজ আমরা যৌক্তিক দাবি নিয়ে মানববন্ধন করছি। আমরা চাই, সরকার দাবিগুলো সহসাই পূরণ করুক।