ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন অসুস্থ। তাকে নিয়ে স্মৃতিচারণা করলেন তার সফল পর্দা জুটির একজন নায়িকা চম্পা। এ নায়কের সুস্থতা কামনা করে স্মৃতির ঝাঁপি খুললেন এই নায়িকা।
তিনি বলেন, নায়ক ইলিয়াস কাঞ্চনকে প্রথম দেখি গুলশানে। অনেক বছর আগে একটি শুটিং সেটে। তার বিপরীতে ছিলেন ববিতা। শুটিং দেখতে গিয়েছিলাম। মনে পড়ে, আড়াল থেকে তাকে দেখেছিলাম। যাকে বলে আড়াল থেকে নায়ক দেখা আরকি। তবে তিনি এটা দেখে ফেলে হেসেছিলেন। দৃশ্যটা এখনো চোখে ভাসে। চম্পা বলেন, আমরা তিন বোন অভিনয় করেছিলাম আমার বড় বোন সুচন্দা প্রযোজিত ‘তিন কন্যা’ ছবিতে। এটি আমার অভিনীত প্রথম ছবি। এতে আমার বিপরীতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। সেই থেকে তার সঙ্গে পথচলা শুরু হয়। দুজনে অনেক সিনেমা করেছি। মানুষ সেসব সিনেমা দেখে হেসেছে, কেঁদেছে। অভিনয় জীবনের স্মৃতি প্রসঙ্গে চম্পা বলেন, অভিনয় জীবনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অনেক স্মৃতি আছে আমার। শিবলি সাদিক পরিচালিত ‘ভেজা চোখ’ ছবিটির কথা মনে পড়ছে এখন। এটা সম্ভবত আমার পঞ্চম ছবি। মুক্তির পর অসংখ্য মানুষের প্রশংসা পেয়েছি। সেই ছবিটি কোটি দর্শককে কাঁদিয়েছে। নায়কের অসুস্থতার খবর শুনে নিজের অনুভূতি জানাতে গিয়ে চম্পা বলেন, হঠাৎ করে তার এত বড় অসুখের খবর শুনে কষ্ট পেয়েছি। খবর পেয়ে লন্ডনে ফোন করেছি, ভাবির সঙ্গে কথা হয়েছে। কয়েক মাস আগে ওনার বাসায় যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। ভাবি বললেন, তুমি তো এলে না বাসায়? নায়ক হিসেবে ইলিয়াস কাঞ্চন যেমন সফল, তেমনি একজন সামাজিক মানুষ হিসেবেও অনন্য। তিনি জীবনে বহু ঘাত-প্রতিঘাত পেরিয়েছেন, কিন্তু সবকিছুতে জয়ী হয়েছেন, এবারও আশা করি জয়ী হয়ে ফিরবেন- বলেন চম্পা।