তাইওয়ানে এক নজিরবিহীন জালিয়াতির ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির আঙুলের ছাপ ব্যবহার করে প্রায় ৮৫ লাখ তাইওয়ানি ডলার মূল্যের একটি জাল প্রমিসরি নোট তৈরির অভিযোগে এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম তাইওয়ানের সিনচু শহরে।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্ত লি (৬৯) নামের ওই নারীর সঙ্গে মৃত ব্যক্তি পেং-এর আর্থিক লেনদেন নিয়ে পুরনো বিরোধ ছিল। গত ২১ ফেব্রুয়ারি পেং মারা যাওয়ার খবর পাওয়ার পর লি দ্রুতই একটি ভুয়া দলিল ও প্রমিসরি নোট নিয়ে শবাগারে পৌঁছান।
তিনি কর্মীদের জানান, পেংয়ের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। কিন্তু তার আচরণে সন্দেহ হলে কর্মীরা নজর রাখেন। অভিযোগ, মৃতদেহ যখন শববাহী গাড়িতে রাখা ছিল, তখন লি গোপনে গাড়িতে উঠে বডি ব্যাগের চেন খুলে মৃতের আঙুল কালিতে ডুবিয়ে একটি কাগজে টিপছাপ নেন।
এক কর্মী বিষয়টি সঙ্গে সঙ্গে পেংয়ের পরিবারকে জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে লি-কে আটক করে এবং তার কাছ থেকে একটি জাল দলিল, চেকবই ও কালির প্যাড উদ্ধার করে।
পরে জিজ্ঞাসাবাদে লি অপরাধের কথা স্বীকার করেন। তিনি জানান, পেংয়ের কাছে তার কিছু টাকা পাওনা ছিল। মৃত্যুর পর সেই টাকা ফেরত না পাওয়ার আশঙ্কাতেই তিনি এই জালিয়াতির পরিকল্পনা করেন। ২০১০ সালের ২৩ মে তারিখ দিয়ে তিনি একটি ভুয়া জমির দলিল ও পেংয়ের নামে প্রমিসরি নোট তৈরি করেন, যাতে প্রমাণ হয়-পেং তাঁর কাছ থেকে ৮৫ লাখ ডলার ধার নিয়েছিলেন।
আদালত তাকে জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয়। তবে অপরাধ স্বীকার ও জাল চেক ব্যাংকে জমা না দেওয়ায় সাজা পাঁচ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি তাঁকে ৫০ হাজার তাইওয়ানি ডলার জরিমানা ও ৯০ ঘণ্টা সমাজসেবামূলক কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি শবাগারের কর্মীদেরও হতবাক করেছে। তাঁদের একজন বলেন, আমি গত ২০ বছর ধরে এই পেশায় আছি, কিন্তু এমন ঘটনা কখনও দেখিনি।
তথ্য সূত্র- হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ