দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর ব্যাপক উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান আনন্দ মহল সরকার। তিনি বলেন, ‘দেশগুলো একত্র হলে অর্থনীতি, ভ্রাতৃত্ববোধ
রক্ষাসহ যে কোনো সমস্যায় একে অন্যের পাশে দাঁড়াতে পারবে।’ ২৪ অক্টোবর রাজধানীর বিএমএ ভবনে সার্ক শীর্ষ মানবাধিকার সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল ঢাকার বিজয়নগর কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। আনন্দ মহল সরকার আরও বলেন, ‘দক্ষিণ এশিয়া বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিপুল জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা থাকার পরেও সার্ক কার্যকরভাবে তার লক্ষ্য অর্জন করতে পারেনি।’ তিনি বলেন, ‘এখনই সময় এ জোটকে নতুনভাবে সক্রিয় করার, যাতে দক্ষিণ এশিয়ার দেশগুলো পারস্পরিক বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একত্রে কাজ করতে পারে। এর মাধ্যমে শুধু আঞ্চলিক স্থিতিশীলতা নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।’