চট্টগ্রামে পরিবেশ বাঁচাতে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২ লাখ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। ইতোমধ্যে ১ লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আরও ১ লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করার উদ্দেশ্যে নতুন কর্মপরিকল্পন ‘প্লাস্টিক রিটার্ন শপ’ শীর্ষক কর্মসূচি শুরু হয়েছে। গতকাল নগরের মাদারবাড়ী ওয়ার্ডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মসূচি উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
গতকাল সারা দিন এই সুপারশপে ১ হাজার পরিবার কুড়ানো-জমানো প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য বাজার করেছেন।
একই সঙ্গে ৫০০ মানুষ প্লাস্টিক জমা দিয়ে ডাক্তার দেখাতে পেরেছেন। জনসচেতনতা তৈরিতে সংগৃহীত প্লাস্টিক দিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতে একটি ভাস্কর্য প্রদর্শনী আয়োজন করা হবে, যার মাধ্যমে ১০ লাখ পর্যটককে সচেতন করা হবে। এত দিন শুধু প্লাস্টিক বোতল ও অন্যান্য শক্ত পণ্য সংগ্রহ করলেও এখন এই নতুন কর্মসূচিতে পলিথিনসহ সব ধরনের প্লাস্টিক নেওয়া হচ্ছে।