মার্জিত আচরন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারো আলোচনায় এসেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমদের মাথায় ছাতা ধরে রাখার ঘটনাটি ব্যাপক প্রশংসা পেয়েছে।
অনুষ্ঠানে হালকা বৃষ্টি হচ্ছিল এবং সনদে স্বাক্ষর করছেন সালাহউদ্দিন আহমেদ। তখন পাশেই ছিলেন মহাসচিব ফখরুল, যিনি বৃষ্টিতে সনদ ভিজে না যায় এবং সালাহউদ্দিনের মাথা ভিজে না যায় সেই জন্য ছাতা ধরে রাখেন। এই সহজ, নম্র এবং দায়িত্বশীল আচরণ দলের অন্যান্য নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ধরা পড়া এই দৃশ্য অনেকেই বিএনপির সম্মিলিত ঐক্যের ও মানবিকতাকে প্রকাশ করা উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখছেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা মহাসচিবের এমন সৌজন্য আচরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে প্রশংসার ঝড় উঠেছে।
বিডি প্রতিদিন/মুসা