সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে চার তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকালে নগরীর গ্র্যান্ডসাওদা হোটেল থেকে তাদের আটক করা হয়। গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮) ও রূপান্তি বিশ্বাস (২০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার (অতিরিক্ত উপকমিশনার) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এসএমপি অ্যাক্টের ৭৭ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।