ফেনীর দাগনভূঞা উপজেলায় এক সুইডেন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় দুই কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে পরিবারটি।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামে আজিজ উল্যা মাস্টারের ছেলে কামাল উদ্দিন বাবুলের বাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ডাকাতদল বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের বেঁধে ফেলে এবং ঘরে থাকা ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
প্রবাস ফেরত বড় মেয়ে লাবনী আক্তার, যিনি সুইডেন প্রবাসী, সম্প্রতি দেশে এসে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের দাবি, বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনদের মিলিতভাবে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিল, যা ডাকাতরা নিয়ে গেছে।
ওই রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। ডাকাতরা ঘরে থাকা বাবুল মিয়া, তাঁর দুই ভাগিনা ও দুই বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। বাঁধা দিলে বাবুল মিয়াকে বেদম মারধর করা হয়। সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সক্রিয় কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি চক্র এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযান চলছে, এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
বিডি প্রতিদিন/হিমেল