বিগত সরকারের সময় রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার দুপুরে দিনাজপুরের হাকিমপুরের এলএসডি গোডাউন মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে, রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে। কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সত্যি সত্যি নির্বাচন হবে। মানুষ যাদেরকে ভাল মনে করবেন, আপনার এলাকার জন্য যে কাজ করবে তাকেই ভোট দিবেন।’
জাহিদ হোসেন আরও বলেন, ‘আপনাদের সবার একটা করে ভোট, আমারও একটা ভোট। কাজে আমাদের অধিকার সবার সমান এবং এই ভোটার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অনেকেই অনেক কথা বলবে, অনেকেই অনেক লোভ দেখাবে। কিন্তু কোন প্রলোভনে দয়া করে আমরা যোগ দিব না। কাজেই ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি নির্ভয়ে দিবেন।’
বিএনপির এই নেতা আরও বলেন,‘নিজের আমল নিজে সাথে নিয়ে কবরে যেতে হবে। যার যার হিসাব কিয়ামতের দিন সে সে দিবেন। কিন্তু অনেকেই বলছেন তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এতে করে মানুষের ঈমান থাকে না। যারা একটি ভোটের জন্য মানুষকে এ ধরনের কথা বলে, বাড়িতে আমাদের মা-বোনদের তালিম দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি না। তাই সবাইকে এই সব বিষয় নিয়ে সজাগ থাকতে হবে।’
আজ ধরন্দা, ফকিরপড়া, মাঠপাড়া, ও হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন পথসভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক