সুশাসনের জন্য নাগরিক সুজনের নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের আলী আহমদ চুলকা নগর পাঠাগার ও মিলনায়তনের পাতাল মেঝেতে সুজন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সুজন সভাপতি ধীমান সাহা জুয়েল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়কারী জিল্লুর রহমান। সভার প্রথম অধিবেশনে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা কর্মকর্তা-মেম্বাররা মতামত দেন। উপস্থিত সকলের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে চলমান জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনে একমত পোষণ করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সুজন সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৭) গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ধীমান সাহা জুয়েল এবং সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল হক আশু। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর হায়দার রানা ও অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু। এছাড়া সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাকসুদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মোক্তার হোসেন, অ্যাডভোকেট তানহা রহমান, জহিরুল ইসলাম বিদ্যুৎ, ফররুখ আহমেদ, আবুল হাসান, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট আহম্মেদ শরীফ পারভেজ, সাবিত আল হাসান, মোঃ আবু সাঈদ, মোঃ আল আমিন আলী, মোঃ নজরুল ইসলাম সুজন, শাহ আলম ভুইয়া ও মজিবুর রহমান।
সভায় উপস্থিতরা নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানান এবং নারায়ণগঞ্জে সুজনের কার্যক্রম শক্তিশালীভাবে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
বিডি প্রতিদিন/হিমেল