টেকনাফের হ্নীলায় নাফ নদের কেওড়া বাগান হতে রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ১১নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ নজির আহমদের ছেলে মোঃ বশির আহমদের (৩২) বলে সনাক্ত করেছে নিহতের স্ত্রী খালেদা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছেম, দুপুরে নাফ নদের কেওড়া বনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা টেকনাফের দমদমিয়া নৌপুলিশ ফাঁড়িতে খবর দিলে স্থানীয় লোকজনের সহায়তায় চৌধুরী পাড়া সংলগ্ন নাফনদের কেওড়া বন হতে মৃতদেহটি উদ্ধার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, নিহত ব্যক্তি কিভাবে মারা গেছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বিডি প্রতিদিন/এএম