নতুন প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের ছেলেদের। ১৮৪ নম্বর থেকে ১৮৩ নম্বরে অবস্থান করছে লাল-সবুজের জার্সিধারীরা। অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হংকংয়ের সঙ্গে হোম ম্যাচে ৪-৩ গোলে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। এতেই এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের আরও দুটি ম্যাচ আছে। ভারতের বিপক্ষে আগামী মাসেই খেলতে নামবেন হামজারা। সেই ম্যাচে ভালো করতে পারলে র্যাঙ্কিংয়ে আরও উন্নতি হতে পারে বাংলাদেশের। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে স্পেন। তাদের সংগ্রহ ১৮৮০.৭৬ পয়েন্ট। ১৮৭২.৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। ফ্রান্স এক ধাপ নিচে নেমে তিন নম্বরে আছে। এ ছাড়া শীর্ষ দশে আছে যথাক্রমে ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, ব্রাজিল, বেলজিয়াম, ইতালি ও জার্মানি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে ভারত। তারা ১৩৬ নম্বরে অবস্থান করছে। তিন ধাপ পতন হয়েছে ভারতীয়দের। এ ছাড়া মালদ্বীপ ১৭৩, নেপাল ১৮০, ভুটান ১৮৯, শ্রীলঙ্কা ১৯৩ ও পাকিস্তান ১৯৮ নম্বরে অবস্থান করছে।