জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে।’ গতকাল রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, ‘কিছু মানুষ মনে করে কয়েকটি দল একত্র হলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজও (শুক্রবার) জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা এটাকে জাতীয় ঐক্য মনে করি না। যেখানে ছাত্র-শ্রমিক ও নানান পেশাজীবী মানুষ একত্রে অবস্থান করবে, সেটাই হবে জাতীয় ঐক্য।’ অন্তর্বর্তী সরকার নির্বাচনকেন্দ্রিক সংস্কারে বেশি মনোযোগী উল্লেখ করে তিনি বলেন, ‘গণ অভ্যুত্থানের পর এ সরকার অনেক সংস্কার কমিশন করেছে। সেখানে শ্রম কমিশন, স্বাস্থ্য কমিশন এবং মানুষের সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে কোনো আলোচনা নেই। শুধু নির্বাচনকেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানেও গণতন্ত্রের জন্য সবার ভালো ইনটেনশন দেখতে পারিনি।’ নাহিদ ইসলাম বলেন, ‘আজও শ্রমিকদের মুক্তি আসেনি। এখনো শ্রমিকরা ন্যায্য মজুরির জন্য লড়াই করে যাচ্ছেন। গার্মেন্টসে আগুন লাগছে। বস্তিতে আগুন লাগছে। কলকারখানায় আগুন লাগছে। শ্রমিক মারা গেলে ২ লাখ, ৩ লাখ টাকায় জীবনের দাম নির্ধারণ করা হয়। শ্রমিকের জীবনের কোনো মূল্য হয় না। শ্রমিকের শ্রমকে কেবল অর্থনীতি শোষণের কেন্দ্র ভাবলে চলবে না।’