পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেছেন, ‘মাদক ও দুর্নীতি আজ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। দুর্নীতির অবস্থা এতটাই নাজুক যে, দুর্নীতিবাজরাও এখন প্রকাশ্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন।’
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর ছিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদরাসায় আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত আইজি বলেন, ‘মাদক এক ধরনের বিবেকের এইডস। যেমন এইডসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তেমনি মাদকে আসক্ত ব্যক্তির বিবেক ও বুদ্ধি লোপ পায়। ফলে তারা সামাজিক ও পারিবারিক ভারসাম্য হারিয়ে ফেলে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, মাদকাসক্ত সন্তান মাদকের টাকা জোগাড় করতে নিজ বাবা-মাকে হত্যা পর্যন্ত করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যত বেশি কোরআনের কাছে আসবো, তত বেশি এসব সামাজিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত না হলে এসব ব্যাধি নির্মূল করা কঠিন হবে।’
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জামায়াতের যুব বিভাগের প্রধান শেখ মঞ্জুরুল হক রাহাদ, ইসলামী আন্দোলনের নেতা মুজিবুর রহমান শামীম এবং সাংবাদিক শেখ মিরনুজ্জামান মিরন প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ