থাইল্যান্ডের বিপক্ষে ২৫ ও ২৮ অক্টোবর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এ দুটি প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি নিতে আজ থেকে তিন দিনের অনুশীলন ক্যাম্প শুরু করছেন পিটার বাটলার। ইংলিশ কোচের ক্লাসে যোগ দিতে ভুটান থেকে ঢাকায় এসেছেন ঋতুপর্ণা, রুপনা, মনিকা ও শিউলিরা। এ ছাড়া গতকাল সকালে চট্টগ্রাম থেকে আফিদারা এসেছেন ঢাকায়। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে অনুশীলন করছিলেন তারা। বাংলাদেশের মেয়েরা আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে। বি-গ্রুপে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে। এ কারণেই র্যাঙ্কিংয়ে ওপরের দিকের দলগুলোর সঙ্গে খেলে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে চান পিটার বাটলার। থাইল্যান্ড ফিফা র্যাঙ্কিংয়ে ৫৩ নম্বর। বাংলাদেশ ১০৪ নম্বরে।