জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এনসিপির দলীয় প্রতীক শাপলা নির্বাচন কমিশনের বিধিমালায় দেওয়ার কোনো সুযোগ নেই। গতকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চবিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, এনসিপি নির্বাচনে আসা-না আসার বিষয়ে কোনো কথা বলতে চান না, কারণ এটা রাজনৈতিক বিষয়। নির্বাচন কমিশনার তৃণমূল পর্যায়ে ভোট কেন্দ্রে এলাকার কী ধরনের সমস্যা থাকতে পারে, তা দেখতে এসেছেন বলে জানান।
তিনি বলেন, ভোট দেওয়া সাবলীল করতে নারী, পুরুষ, প্রতিবন্ধীসহ সব ভোটারের জন্য প্রয়োজনীয় ব্যব¯'া নেওয়া হবে। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিশ"ড়খলা বজায় থাকে, আর অবকাঠামোগত সমস্যা আছে কি না, তাই দেখতে এসেছি। দুর্গম এলাকায় সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য যোগাযোগ, যানবাহন, প্রিসাইডিং অফিসারদের সহযোগিতার জন্য সব ব্যব¯'া করা হবে বলে জানান তিনি।