বিশ্ব ফুটবলে তরুণ প্রতিভা হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের লামিন ইয়ামাল। তবে এবার মাঠের বাইরে এক নতুন সিদ্ধান্তের কারণে আলোচনায় উঠে এসেছেন ১৭ বছর বয়সী এই ফুটবলার।
কাতালান সংবাদমাধ্যম মুন্দো ডিপোর্টিভো জানিয়েছে, ইয়ামাল এখন আর ভক্তদের ফ্রিতে অটোগ্রাফ দিচ্ছেন না। তার পক্ষ থেকে অটোগ্রাফ বাণিজ্যিকভাবে বিক্রির চিন্তাভাবনা শুরু হয়েছে এবং এরইমধ্যে তিনি ফ্রিতে অটোগ্রাফ দেওয়া বন্ধ করে দিয়েছেন বলেও জানানো হয় প্রতিবেদনে।
বার্সেলোনার এক বিশেষায়িত ওয়েবসাইট ইতোমধ্যেই ইয়ামালকে অটোগ্রাফ বাণিজ্যের একটি প্রস্তাব দিয়েছে। এই ওয়েবসাইটটির মাধ্যমে ভক্তরা অর্থের বিনিময়ে ইয়ামালের সই সংগ্রহ করতে পারবেন। চুক্তি সম্পন্ন হলে, এই প্ল্যাটফর্মই তার অটোগ্রাফ বিক্রির পুরো বিষয়টি পরিচালনা করবে।
তবে বিষয়টি নিয়ে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ কিছুটা বিপাকে পড়তে পারে। কারণ স্পনসরদের সঙ্গে চুক্তি অনুযায়ী, খেলোয়াড়দের বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে ফ্রিতে অটোগ্রাফ দিতে হয়। তাই ক্লাব চাইছে, ইয়ামাল যেন অন্তত এই বিশেষ আয়োজনগুলোতে আগের মতোই ফ্রিতে অটোগ্রাফ দেওয়া চালিয়ে যান।
ইউরো শুরুর আগেই ইয়ামালের জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে উঠেছে। কিশোর এই তারকার বিশ্বজুড়ে বিশাল ভক্তসমর্থক গড়ে উঠেছে, যা তার বাণিজ্যিক মূল্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি প্রকাশিত ফোর্বসের এক জরিপ অনুযায়ী, ২০২৫–২৬ মৌসুমে ৪৩ মিলিয়ন ডলার আয়ে সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় দশম স্থানে আছেন ইয়ামাল। নতুন এই অটোগ্রাফ-চুক্তি স্বাক্ষর হলে তার আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: গোল ডট কম
বিডি প্রতিদিন/মুসা