মহাবিশ্ব কেন ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন। এতদিন ধারণা করা হতো, এর পেছনে কাজ করছে এক রহস্যময় শক্তি ‘অন্ধকার শক্তি’ (Dark Energy)। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাবিশ্বের সম্প্রসারণ অন্ধকার শক্তি ছাড়াও ব্যাখ্যা করা সম্ভব।
জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাপ্লাইড স্পেস টেকনোলজি অ্যান্ড মাইক্রোগ্রাভিটি এবং রোমানিয়ার ট্রান্সিলভেনিয়ান ইউনিভার্সিটি অব ব্রাসোভের একদল বিজ্ঞানী এই নতুন তত্ত্ব উপস্থাপন করেছেন। তাদের মতে, একটি নতুন জ্যামিতিক মডেল ‘ফিনসলার গ্র্যাভিটি’ মহাবিশ্বের সম্প্রসারণ ব্যাখ্যা করতে সক্ষম। এখানে অন্ধকার শক্তির কোনো প্রয়োজন নেই।
এখন পর্যন্ত মহাবিশ্বের বিবর্তন বর্ণনা করা হয়েছে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব এবং ফ্রিডম্যান সমীকরণ ব্যবহার করে। কিন্তু মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণ ব্যাখ্যা করতে সেই সমীকরণে বিজ্ঞানীদের ‘অন্ধকার শক্তি’ নামের একটি অজানা উপাদান যুক্ত করতে হয়। অনেক গবেষক এই কৃত্রিম সংযোজনকে সন্তোষজনক মনে করেন না।
নতুন ফিনসলার মডেল এই সীমাবদ্ধতা দূর করেছে। এটি আপেক্ষিকতার ধারণাকে সম্প্রসারিত করে এমন এক জ্যামিতিক কাঠামো তৈরি করেছে, যা গ্যাস ও মহাকর্ষীয় বলের পারস্পরিক সম্পর্ক আরও সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। গবেষণার ফলাফল আন্তর্জাতিক সাময়িকী জার্নাল অব কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিকেল ফিজিকস–এ প্রকাশিত হয়েছে।
গবেষক ড. ক্রিশ্চিয়ান ফাইফার বলেন, নতুন এই মডেল মহাবিশ্বের নিয়ম বোঝার জন্য সম্পূর্ণ নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। আমরা এখন অন্ধকার শক্তির ধারণা ছাড়াই মহাবিশ্বের ত্বরান্বিত সম্প্রসারণের কারণ ব্যাখ্যা করতে পারব বলে আশা করছি।
বিডিপ্রতিদিন/কবিরুল