জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আপনি নাহিদ নন, আপনি এনসিপি নন, আপনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন সংগ্রামী নেতা। আপনার প্রতি আমাদের সম্মান থাকবে। কিন্তু এই সম্মান যদি আগামী নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়, তাহলে সেই সম্মান অক্ষুণ্ণ থাকবে কিনা-এই প্রশ্ন যেন জনগণের কাছে না যায় প্রিয় ভাই আমার।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক রহমান সমাজকল্যাণ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, আসুন আমরা ভাই ভাই। আমরা ওই জুলাই সনদে অঙ্গীকার করব। আমরা আজ জনগণকে প্রতিশ্রুতি দেব—এই জুলাই সনদে যা লেখা আছে, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, অক্ষরে অক্ষরে তা পালন করব।
বিএনপি-জামায়াতের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, গতকালকের ঐকমত্য কমিশনের সনদে স্বাক্ষরের মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন, আপনারাও বাংলাদেশকে ভালোবাসেন। আর ১৬ বছরের হাসিনার ঘৃণ্য কাজকে আপনারা মেনে নিতে পারেননি বলেই বৃষ্টিভেজা হাতে সনদে স্বাক্ষর করেছেন।
সভায় সভাপতিত্ব করেন জিসফ-এর সভাপতি মনজুর রহমান ভূঁইয়া।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন