চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুরাতন বিওসি এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোহেল (২৫) ও আবু বক্কর সিদ্দিক (১৪)। এর মধ্যে সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম ও আবু বক্কর ফটিকছড়ি উপজেলার বাসিন্দা ছিলেন।
দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই রুহুল আমিন জানান, সোহেল ও আবু বক্কর চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজারে চকরিয়া উপজেলায় যাচ্ছিলেন। সোহেল মোটরসাইকেল চালাচ্ছিলেন। রাতের অন্ধকারে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে দুজন মহাসড়কের পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ