ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার ও ইকসু গঠনের পূর্ণাঙ্গ রোডম্যাপসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ করেছে শাখা ছাত্রশিবির ও সংস্কার আন্দোলন। ছাত্রশিবির পাঁচ দফা ও সংস্কার আন্দোলন ১৫ দফা দাবি জানিয়েছে।
শনিবার দুপুরে বটতলা থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয় তারা। এর আগে বেলা ১২টায় ১৫ দফা দাবি নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় সংস্কার আন্দোলন।
ছাত্রশিবিরের অন্য চার দফা হলো—দ্রুত ছাত্রসংসদের নীতিমালা ও রোডম্যাপ প্রদান, ডিজিটাল পেমেন্ট নিশ্চিতকরণ, নির্মাণাধীন হলসমূহ এ বছরেই চালুকরণ এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ।
সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুব আলীর নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের খোঁজ নাই’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মেধাবীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ইকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সংগঠনটির সভাপতি বলেন, ‘সাজিদ হত্যার বিচার শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা নয়, এটি ইন্টরিম গভর্নমেন্টেরও ব্যর্থতা। ইকসু গঠন নিয়ে তালবাহানা করলে শিক্ষার্থীরা দাঁতভাঙা জবাব দেবে। এ বছরেই হলগুলোর নির্মাণকাজ সম্পন্ন করে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের সিট দিতে হবে। সাত দিনের মধ্যে ই-পেমেন্টের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে, বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে।’
বিডিপ্রতিদিন/কবিরুল