রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে বিএনপি নেতা লাভলু মিয়াকে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। গতকাল দুপুরে বদরগঞ্জের মধুপুরের পাকার মাথা এলাকায় কয়েক হাজার নারী-পুরুষ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নিহত লাভলু মিয়ার স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলে রায়হান কবীর, তাদের স্বজন ও এলাকাবাসী অংশ নেন। সমাবেশে নিহত লাভলু মিয়ার ছেলে হত্যা মামলার বাদী রায়হান কবীর অভিযোগ করেন, সন্ত্রাসীরা আমার বাবা বিএনপি নেতা লাভলু মিয়াকে নৃশংসভাবে হত্যা করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার ৮ দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ প্রধান আসামি শহিদুল হক মানিক, তার ছেলেসহ খুনিদের কাউকেও গ্রেপ্তার করেনি।
৮ দিন পরও কেন আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না এবং আসামিদের গ্রেপ্তারে কোনো তৎপরতা দেখছি না আমরা।
উল্লেখ্য, ৫ এপ্রিল রংপুরের বদরগঞ্জ উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে মধুপুর ইউনিয়ন বিএনপি নেতা লাভলু মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় বিএনপি নেতা শহীদুল হক মানিক, তার ছেলেসহ ১২ জনের নামোল্লেখ করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহতের ছেলে রায়হান কবীর।