ময়মনসিংহে শিশুর মাটিচাপা লাশ পেয়েও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ স্থানীয়দের। পুলিশের এমন ভূমিকায় ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন তারা। ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় পুলিশ ব্যবস্থা নিতে পারছে না বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার। জানা যায়, বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পানাটি গ্রামের একটি পুকুর পাড়ে খেলছিল একদল শিশু।
এ সময় পুকুরে এক শিশুর লাশ ভাসতে দেখে বড়দের জানায় তারা। বিষয়টি টের পেয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে দ্রুত গোপনে মাটিচাপা দেন এক নারী। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো আইনি ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ-অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা ঘটনা তদন্ত করে বিচার দাবি করেছেন।