নাটোরের আদালতের মালখানা থেকে চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণ ও ২৫ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৬১ লাখ টাকার মধ্যে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়।
গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, ঘটনার পরে আটককৃতদের দেওয়া তথ্য এবং অনুসন্ধানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোর্টের পেছনে সার্কিট হাউসের ড্রেন থেকে ২৪ লাখ টাকাসহ চুরি হওয়া সব স্বর্ণ ও রুপা উদ্ধার হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা নাটোরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সেই টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বাকি টাকাগুলো উদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওসি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।