প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, সাবেক মন্ত্রী ও বহুল আলোচিত রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার বর্ণাঢ্য জীবন নিয়ে এক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান যাদু মিয়া স্মৃতি পরিষদ আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন মাওলানা ভাসানী ও যাদু মিয়ার ঘনিষ্ঠ সহচর সাবেক ছাত্রনেতা ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক মিলু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাদু মিয়ার সন্তান ন্যান্সি রহমান। বক্তব্য দেন যাদু মিয়ার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক নাদিম চৌধুরী, জুবায়ের রহমান, ব্যারিস্টার মর্জিয়া কবির, আনিসুল গনি, প্রকৌশলী আমিন জামাল হোসেন আল-আমিন, তারিকুল গনি, মাহবুব ফাসিউল আলম, নূর মোহাম্মদ, শাহজালাল প্রমুখ।
বক্তারা বলেন, মশিউর রহমান যাদু মিয়াকে বাদ দিয়ে আমাদের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস রচনা সম্ভব নয়। বাংলাদেশের রাজনীতিতে তিনি মেধাবী ও দূরদর্শী রাজনীতিক হিসেবেই পরিচিত। আজীবন তিনি সংগ্রাম করেছেন গণমানুষের মুক্তির জন্য। আগামী বাংলাদেশকে রক্ষার জন্যই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মওলানা ভাসানী-যাদু মিয়াদের স্মরণ করতে হবে।