শিশুর মনে সুখের দোলা
করে আঁকিবুঁকি
চাঁদের হাসি ম্লান হয়ে যায়
হাসলে খোকাখুকি।
শিশুর মুখের হাসি যেন
মাতাল সুরের বাঁশি
মায়ের কোলটা আলো করে
ফোটে রাশি রাশি।
ফুলের মতো শিশু ঘুমায়
যেন সোনা পাখি
হাসলে ভীষণ লাগে ভালো
জুড়ায় দুটো আঁখি।
ঘরের শোভা বাড়ায় দ্বিগুণ
ছোট্ট শিশুর ছায়ায়
বাবা মায়ের চোখের মণি
থাকে স্নেহের মায়ায়।