উত্তর গাজার এক এলাকায় হলুদ সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি সেনাদের কাছে যাওয়ার চেষ্টা করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরায়েলি সেনারা। এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় আরেক ফিলিস্তিনিও গুলিতে নিহত হয়েছেন। তারা বলেছে, ওই ব্যক্তি হলুদ সীমান্ত পার হয়ে সেনাদের জন্য তৎক্ষণাৎ হুমকি সৃষ্টি করেছিলেন।
ইসরায়েল হলুদ সীমান্তের কাছে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। হলুদ সীমান্ত হলো যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অধীনে স্থাপিত একটি অদৃশ্য সীমারেখা।
স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ইসরায়েলি সেনারা সীমান্তের ভেতরে প্রায় ৪০টি সামরিক পোস্ট নিয়ন্ত্রণ করছে। ফিলিস্তিনিরা বলছেন, সঠিক সীমারেখা বোঝা সম্ভব নয়, যা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে।
বর্তমানে ইসরায়েল গাজার অর্ধেকেরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/মুসা