চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী লেনে একটি লাইনচ্যুত বগিসহ তিনটি বগি রেখে চলে যায় একটি মালবাহী ট্রেন। এই দুর্ঘটনার ১১ ঘণ্টা পর বগি তিনটি উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে শেখপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত বগিটিকে অন্তত ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ফলে বগিটি ছাড়াও রেলের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়।
রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ আশরাফ ছিদ্দিক জানান, রাত ৩টার দিকে ঢাকামুখী একটি ট্রেন শেখপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে দুর্ঘটনাকবলিত বগিটির একপাশের চাকা রেললাইনের বাইরে অপর পাশের চাকা দুই রেললাইনের মাঝে ছিল। এতে সামনের দিকের আরও দুটি বগি আটকা পড়ে। দুর্ঘটনাকবলিত তিনটি বগি রেখে ট্রেনটি পরে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বগিগুলোতে গার্মেন্টস পণ্য ও জুতা রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করে। বেলা ২টার দিকে লাইনচ্যুত বগিটি রেললাইনের ওপরে তুলতে সক্ষম হয়। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে চলাচলকারী ট্রেনগুলো চট্টগ্রামমুখী লেনে চলাচল করে। এতে গন্তব্যে কিছুটা দেরিতে পৌঁছেছে ট্রেনগুলো।