বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, প্রবীণরাই আমাদের প্রকৃত শক্তি। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে যুবকদের পাশাপাশি আপনারা ছিলেন অগ্রভাগে। আজ দেশের গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের লড়াইয়ে আপনাদের দোয়া সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আপনাদের সন্তান—আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার সাহস।
তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষ বিজয়ী হলে জনগণের ভোটাধিকার ফিরে আসবে, দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সবার সহযোগিতায় আমরা সেই লক্ষ্য অর্জন করব, ইনশাআল্লাহ।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়ার সোনাতনকাটি গ্রামে নিজ বাড়িতে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এ সময় শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, তথ্যবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইনবিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, বিএনপি নেতা আব্দুর রশিদ, মাস্টার বজলুর রহমান ও বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল