শিশির পড়ে কচুর পাতায়
দেখায় মুক্ত দানা,
জল থইথই পুকুর ডোবায়
লাফায় মাছের ছানা।
ঝিকিমিকি রোদের আলোয়
মনটা আমার হাসে,
আকাশজুড়ে তারার মেলা
জোসনা যেন নাচে।
কচুরিপানা ছড়িয়ে আছে
সারা পুকুর জুড়ে,
ঝিরিঝিরি বাতাসে ওই
মন পাখি যায় উড়ে।
শিশির পড়ে কচুর পাতায়
দেখায় মুক্ত দানা,
জল থইথই পুকুর ডোবায়
লাফায় মাছের ছানা।
ঝিকিমিকি রোদের আলোয়
মনটা আমার হাসে,
আকাশজুড়ে তারার মেলা
জোসনা যেন নাচে।
কচুরিপানা ছড়িয়ে আছে
সারা পুকুর জুড়ে,
ঝিরিঝিরি বাতাসে ওই
মন পাখি যায় উড়ে।