খোকন সোনা চাঁদের কণা
মিষ্টি করে হাসে,
সবুজ সবুজ খোলা মাঠে
খেলতে ভালোবাসে।
খোকন সোনা চাঁদের কণা
মণ্ডা মিঠাই খায়,
বিকেল বেলা মাঝির সাথে
ভাসে ডিঙি নায়।
খোকন সোনা চাঁদের কণা
বাইরে ছুটে যায়,
ফুল বাগানে শত ফুলের
বন্ধু হতে চায়।
খোকন সোনা চাঁদের কণা
মিষ্টি করে হাসে,
সবুজ সবুজ খোলা মাঠে
খেলতে ভালোবাসে।
খোকন সোনা চাঁদের কণা
মণ্ডা মিঠাই খায়,
বিকেল বেলা মাঝির সাথে
ভাসে ডিঙি নায়।
খোকন সোনা চাঁদের কণা
বাইরে ছুটে যায়,
ফুল বাগানে শত ফুলের
বন্ধু হতে চায়।