শেরপুরে শাহিন ক্যাডেট স্কুলের উদ্যোগে ‘আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেরপুর পৌর শহরের শাহিন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেলের সভাপতিত্বে ও শ্রীবরদী শাখার পরিচালক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। 'শিক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা' বিষয়ে পক্ষে বিপক্ষে তর্ক-বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা দুটি দলে চারজন করে এ বিতর্কে অংশগ্রহণ করে। বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল জামালপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রধান ও শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার অধ্যক্ষ আব্দুল গফুর। এ সময় শাহীন স্কুল সজবরখিলা শাখার পরিচালক এনামুল হক, তিনানী শাখার পরিচালক খায়রুল ইসলামসহ সকল সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম