সম্প্রতি নারীদের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সে দলের অন্যতম সদস্য ছিলেন বাঙালি রিচা ঘোষ। এ মুহূর্তে গোটা টিমের সঙ্গে অভিনন্দনবার্তায় ভাসছেন তিনিও।
শনিবার তাকে বরণ করে নিল রাজ্য সরকার ও সিএবি। ইডেন গার্ডেন্সে পুরস্কারের মেলা বসেছিল রিচার জন্য। কী কী পেলেন তিনি?
রাজ্য সরকার থেকে রিচার হাতে পুলিশের নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) পদে চাকরি পেলেন রিচা। সঙ্গে তার হাতে বঙ্গভূষণ পুরস্কার ও ট্রফি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকার ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে রিচাকে সোনার চেইন পরিয়ে দেন মুখ্যমন্ত্রী।
ঘরের মেয়েকে বরণে সিএবি-ও পিছিয়ে ছিল না। শনিবার অনুষ্ঠানের আয়োজক ছিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থাই। ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের লনের সামনেই তৈরি হয়েছিল মঞ্চ। সেখানে রিচাকে চাদর পরিয়ে দেন সিএবি সচিব বাবলু কোলে। তার হাতে ফুলের তোড়া তুলে দেন ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জন দত্ত। মিষ্টি তুলে দেন যুগ্ম সচিব মদন ঘোষ।
এরপরই আসল চমক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে রিচাকে সোনার ব্যাট ও বল তুলে দেয় সিএবি। রিচাকে দেওয়া হয় ৩৪ লাখ টাকার চেক। যেহেতু তিনি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। ফাইনালে প্রত্যেক রান পিছু এক লাখ টাকা করে দেয় সিএবি। রিচাকে যে ৩৪ লাখ টাকা দেওয়া হবে এবং সেটা দেওয়া হবে বিশেষ এক কারণে। শুক্রবারই তা জানিয়েছিলেন সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। সেটাই হলো শনিবার। পাশাপাশি সিএবির প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ক্রিস্টালের ঘোড়া তুলে দেন রিচার হাতে।
পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানান রিচা। পুরস্কার আর উপহারের বন্যায় যখন এ বঙ্গকন্যা ভাসছেন, এ সময় তার গর্বিত বাবা-মা ইডেনের আলো ঝলমলে মঞ্চে বসে মুচকি হাসছিলেন।
সূত্র: এবিপি লাইভ বাংলা
বিডি প্রতিদিন/কেএইচটি