হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, সহিহ আকিদার ওপর প্রতিষ্ঠিত সব ইসলামি দল যদি ঐক্যবদ্ধ হতে পারে, তবে সেটিই সর্বোত্তম হবে। আমি দীর্ঘদিন এই আহ্বান জানিয়ে আসছি, কিন্তু এখনো সেই ঐক্যের পরিবেশ তৈরি হয়নি। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, দেশ বর্তমানে এক কঠিন সময় অতিক্রম করছে, যখন ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধের ওপর আঘাত আসছে।
দাওয়াতুল ইহসান বাংলাদেশের সভাপতি আল্লামা আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলেনে পাকিস্তানের বিশিষ্ট আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।