শিক্ষক কর্মচারী ঐক্যজোট মো. সেলিম ভূঁইয়াসহ ১৫ জন বা ৫ শতাংশ শিক্ষককে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে।
গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী, স্বচ্ছ, হামলা-মামলার শিকার ও কারাভোগকারী শিক্ষক নেতাদের মনোনয়ন দেওয়ার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘বিএনপি ২৩৭টি মনোনয়ন ঘোষণা করলেও এখনো সুযোগ রয়েছে শিক্ষকসমাজকে মূল্যায়ন করার। আমরা আশা করব বিএনপি দীর্ঘদিনের নির্যাতিত ত্যাগী শিক্ষকদের মনোনয়নের মাধ্যমে মূল্যায়ন করবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক মর্যাদা রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যজোট সব সময় প্রগতিশীল ভূমিকা পালন করেছে। যখন গণতন্ত্রের পথ রুদ্ধ ছিল, তখনো আমরা থেমে থাকিনি।
আমরা বাংলাদেশি এবং প্রফেশনাল মুভমেন্টের মতো নতুন প্ল্যাটফর্ম সৃষ্টি করে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছি। বিগত ১৭ বছর শিক্ষক নেতাদের ওপর নির্যাতন, মামলা, হয়রানি, চাকরিচ্যুতি, হামলা ও কারাবরণ- সবকিছুই সহ্য করেছি। কিন্তু এক মুহূর্তের জন্যও গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো থেকে পিছপা হইনি। এই ত্যাগ-তিতিক্ষা কেবল শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নয়- এটি বাংলাদেশের শিক্ষাঙ্গন, ছাত্রসমাজ এবং লাখো অভিভাবকের স্বপ্নের প্রতিনিধিত্ব করে।’ লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, ‘আমরা মনে করি, সংবিধান অনুযায়ী জনগণই সব ক্ষমতার উৎস। আর সেই জনগণের প্রতিনিধি নির্বাচিত হন জাতীয় সংসদের মাধ্যমে। জাতীয় সংসদে যদি সৎ, স্বচ্ছ, দেশপ্রেমিক, নীতিমান ও জনদরদি প্রতিনিধি না থাকে, তাহলে দেশ কখনো সমৃদ্ধির পথে এগোতে পারে না। শিক্ষকেরা দেশের বিবেক। শিক্ষকরা সমাজের নৈতিক ও বৌদ্ধিক নেতৃত্ব দেন। তাই জাতীয় সংসদে শিক্ষকদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’