প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের মাঠে আর্সেনালের সঙ্গে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। শনিবারের ম্যাচে সান্ডারল্যান্ড মুহূর্তের চমকে এগিয়ে গেলেও আর্সেনাল দ্বিতীয়ার্ধে ফিরে জয়ের আশা তৈরি করে। তবে যোগ করা সময়ে স্বাগতিকরা আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে আসে।
সান্ডারল্যান্ডের ড্যানি ব্যালার্ডের গোলে প্রথমে এগিয়ে যায় দলটি। আর্সেনালের পক্ষ থেকে বুকায়ো সাকা সমতা ফিরিয়ে দেন। পরে জোরাল শটে জয়ের সম্ভাবনা জাগান লিয়ান্দ্রো ত্রোসার। তবে ম্যাচের শেষ সময়ে ব্রায়ান ব্রবির অ্যাক্রোবেটিক শটে গোল সব হিসাব পাল্টে দেয়।
ম্যাচে আর্সেনাল ৬৫ শতাংশ সময় বল দখলে রাখলেও ১৭টি শটের মধ্যে মাত্র সাতটি লক্ষ্যভেদে পরিণত হয়। আর সান্ডারল্যান্ড ছয়টি শটের মধ্যে দুটি গোল করতে সক্ষম হয়।
এদিকে, ১১ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। সমান ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সান্ডারল্যান্ড, যারা ইতিমধ্যেই ১১ ম্যাচ খেলেছে।
প্রথমার্ধে আর্সেনাল যথেষ্ট আধিপত্য রেখে খেললেও ৩৬তম মিনিটে ড্যানি ব্যালার্ডের গোলের মাধ্যমে সান্ডারল্যান্ড প্রথম চমক দেখায়। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে সাকার গোল আর্সেনালকে সমতায় ফিরিয়ে দেয়। চার মিনিট পর বক্সের বাইরে থেকে ত্রোসারের জোরাল শটে আর্সেনাল এগিয়ে যায়। কিন্তু যোগ করা সময়ে ব্রবির গোল শেষ মুহূর্তে সবকিছু আবার সমতা আনে।
ম্যাচের শেষ মুহূর্তেও আর্সেনাল কিছু করার চেষ্টা করলেও সফল হয় না। এভাবে ২-২ গোলে ড্রতে শেষ হয় ম্যাচ।
বিডি প্রতিদিন/মুসা