নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় নিজেদের দল ‘আমজনতার দল’ না থাকায় ইসির প্রধান ফটকের সামনে আমরণ অনশনে রয়েছেন দলটির সদস্যসচিব তারেক রহমান। অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হয়েছে গতকাল। তার শারীরিক অবস্থারও অবনতি ঘটেছে। তবু দাবিতে অটল তারেক রহমান। দলের নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশনরত ‘আমজনতার দল’ এর সদস্যসচিব তারেক রহমান ৪ নভেম্বর বিকাল থেকে অনশন করছেন। তিনি জানান, ইসির একজন যুগ্ম সচিব বৃহস্পতিবার এসে আমার বক্তব্য শুনে গেছেন। তারা এখনো কোনো জবাব দেননি। এ সময় ইসির নিবন্ধন পাওয়া আম জনগণ পার্টির দলের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়ে বলেন, এটি ডেসটিনির দল। রফিফুল আমীন ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনের ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করলেন সম্পদ রক্ষা করতে। এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।