মায়ের ছবি আঁকতে গেলাম
মা হয়ে যান ফুল!
মা কি আমার ফুলের মতন
নাকি আমি ভুল?
মায়ের ছবি আঁকতে গেলাম
মা হয়ে যান নদী,
আমার গায়ে চৈত্রের পোড়ায়
মলম নিরবধি?
মায়ের ছবি আঁকতে গেলাম
মা হয়ে যান পাতা,
আকাশ ভাঙা ঝড় বাদলে
মা যেন এক ছাতা।
মায়ের ছবি আঁকতে গেলাম
মা হয়ে যান পাখি,
এত মায়ার মায়ের মুখটা
বলো-কেমনে আঁকি?