ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, তারুণ্যনির্ভর আগামীর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনকে যে কোনো মূল্যে আমাদের সফল করতে হবে।
শনিবার রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
নবীউল্লাহ নবী আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি বদ্ধপরিকর। ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। স্থিতিশীল বাংলাদেশ গড়তে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।
নবীউল্লাহ নবী বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের কোনো স্থান থাকবে না। ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে চাই।
এ সময় তিনি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উঠান বৈঠক শেষে কোনাপাড়া স্টেশন ও আশপাশ এলাকায় গণসংযোগ করেন তিনি। ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রাণবন্ত এই গণসংযোগে যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ