নতুন ধানের আতপ চালে
তৈরি পুলি পিঠা,
খোলাজালি ঝিনুক চাপড়ি
পাটিসাপটা মিঠা।
আরও মালাই গুড়ের তৈরি
আদর মাখা হাতে,
দোল পিঠাতে মনটা দোলে
জোনাক সন্ধ্যা রাতে।
মায়ের হাতের নরম ছোঁয়া
নকশি পিঠার গায়ে,
ভাপা পিঠার ঘ্রাণ ছড়িয়ে
আচমকা দোল বায়ে।
রাতে জাগি পিঠার লোভে
মায়ের পাশে বসে,
রসালো জিভ ডুবে আমার
দুধ পিঠারই রসে।