সিলেটের বিশ্বনাথে ৬টি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের শরীফ উদ্দিনের বাড়ি থেকে ‘বিশ্বনাথ ও কানাইঘাট’ থানা পুলিশের যৌথ অভিযানে প্রথমে ৫টি সিএনজি উদ্ধার করা হয়।
চুরির সঙ্গে জড়িত সন্দেহে বিশ্বনাথ পৌর শহরের রাজনগর গ্রামের জুনাব আলীর পুত্র, জানাইয়া গ্রামের শরীফ উদ্দিনের ভাগনা জুয়েল আহমদকে আটক করা হয়। পেশায় সে একজন সিএনজি চালক। পরে জুয়েলের স্বীকারোক্তিতে পৌর শহরের পূর্ব মন্ডলকাপন গ্রামের ময়না মিয়ার তিন তলা বাড়ি থেকে আরেকটি চোরাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, কানাইঘাট থানা তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে একটি চোরাইকৃত সিএনজি জানাইয়া এলাকায় রয়েছে। এরপর কানাইঘাট থানা বিষয়টি বিশ্বনাথ থানাকে অবহিত করলে দুই থানা যৌথভাবে অভিযান চালিয়ে চোরাইকৃত অটোরিক্সাগুলো উদ্ধার করে।
জুয়েল আহমদ চুরি করা সিএনজি মেরামত করে বিক্রি করত বলে পুলিশ জানিয়েছে। বিশ্বনাথ থানার এসআই অনিক বড়–য়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, পুরো চোরাচালান সিন্ডিকেটকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/আশিক