সবাই যখন ঘুমে থাকে
অলস দুপুর বেলা,
আমি তখন মনের সুখে
ভাসাই স্বপ্ন ভেলা।
উড়ে উড়ে ঘুরে বেড়াই
প্রজাপতির মতো,
ফুল বাগানে ফুলে ফুলে
বসি অবিরত।
নানান ফুলের হরেক বর্ণ
বিন্দু বিন্দু নিয়ে,
সাজছি আমি প্রজাপতি
রংতুলিটা দিয়ে।
হাতে মুখে ফুলের রেণু
করছে চিকচিক,
সূর্য কিরণ লেগে তাতে
আলোয় ঝিকমিক।