রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের প্রধান ফটকে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুই আরোহী থাকা একটি বাইক থেকে ককটেল নিক্ষেপ করা হয়। তাদের শনাক্তের চেষ্টা চলছে। চার্চের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, রাতে চার্চের ফটকের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চার্চ ও আশপাশের এলাকায়। পরে সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি।
মোটরসাইকেলে আসা দুই আরোহীর পরিচয় এখনো শনাক্ত হয়নি। কী উদ্দেশে চার্চে ককটেল নিক্ষেপ করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।