হেমন্তকাল এলে হাওয়ায়
বহে ঠান্ডা বেশ,
চুলায় জ্বলে খড়ের আঁচে
মিষ্টি পিঠার রেশ।
ধান কাটা শেষ, চাষার ঘরে
আনন্দেরই ঢল,
চালের গুঁড়ো, খেজুর গুড়ে
পিঠা গড়ার কল।
ভাপা, চিতই, দুধে ভেজা,
পাটিসাপটা দই,
শিশুর মুখে হাসি ফোটে-
আমন ধানের খই।
দাদির হাতে রসের ছোঁয়া,
গল্পে গল্পে মাত,
হেমন্তকাল মন যে মাতায়
উৎসবেরই সাথ।