বান্দরবানের শহরের রেইচা আর্মি চেক পয়েন্টে এক বাসে তল্লাশি চালিয়ে ৮ লিটার দেশীয় মদসহ ২ জনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার ৮ নভেম্বর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত তল্লাশি পরিচালনার সময় বান্দরবান থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশী চালিয়ে পলিথিন ব্যাগ, বোতল ও স্যালাইন ব্যাগে করে নেয়া ৮ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় মো. ইব্রাহিম (৩৪) এবং রুনা আক্তার (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করে সেনা সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজন স্বামী-স্ত্রী এবং তারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে জানায়। আটকের পর তাদেরকে বান্দরবান সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম