দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা দীর্ঘদিন ধরে অভিনেতা বিজয় দেবরকোন্ডা–র সঙ্গে সম্পর্কে আছেন। তাদের প্রেম ও বিয়ে নিয়ে বহু গুঞ্জন ছড়ালেও এবার বিষয়টি স্পষ্ট করলেন রাশমিকা নিজেই।
অক্টোবর মাসে খবর আসে, তারা আগামী ফেব্রুয়ারিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এতদিন দুজনই নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা খোলামেলাভাবে জানান, বিজয়ই তার জীবনের সঙ্গী হতে যাচ্ছেন। তিনি বলেন, “আমি এমন একজন সঙ্গী চাই, যিনি গভীরভাবে বোঝার ক্ষমতা রাখেন। সাধারণ বোঝাপড়া নয়, বরং জীবনের দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে পারেন। আমি চাই, যে আমার পাশে দাঁড়াবে, আমার জন্য লড়বে—সেই মানুষ বিজয়।”
রাশমিকা আরও বলেন, “যদি আগামীকাল আমার বিরুদ্ধে কোনো যুদ্ধ হয়, আমি চাই সেই মানুষ আমার পাশে লড়াই করবে। আমি তার জন্য যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত। এটাই আমার পছন্দের মানুষ।”
একই সাক্ষাৎকারে রাশমিকা অংশ নেন জনপ্রিয় খেলা ‘কিল, ম্যারি, ডেট’–এ। সেখানে জানান, তার চিরন্তন ভালোবাসা অ্যানিমে চরিত্র নরুটুর প্রতি, তবে বাস্তব জীবনে ভালোবাসেন শুধুই বিজয় দেবরকোন্ডাকে।
অভিনেত্রী বলেন, “মানুষ ইতিমধ্যেই আমাদের সম্পর্কের খবর জানে, কিছুই এখন আর গোপন নয়।”
এদিকে জানা গেছে, রাজস্থানে সম্ভাব্য বিয়ের স্থান খোঁজা শুরু করেছেন রাশমিকা। আগামী ফেব্রুয়ারিতে উদয়পুরে অনুষ্ঠিত হবে তাদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/আশিক