দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। পতাকা হাতে মুক্তিযোদ্ধারা শোভাযাত্রায় অংশ নেন। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বক্তব্য দেন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে মুক্তিযুদ্ধের আদর্শ চিরজীবী থাকে। মুক্তিযোদ্ধারা জাতির গর্ব—তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোকসেদ আলী মঙ্গোলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার এবং মুক্তিযোদ্ধা মনসুদ আলী সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল