লাঠিচার্জ ও টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শনিবার রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা।
রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শাসসুদ্দিন মাসুদ জানান, ইতোমধ্যে ৩ দফা দাবি আদায়ে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ে রবিবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করবেন। পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এছাড়া রবিবার শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহিদ মিনারেই অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহিদ মিনার ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা। ফলে গভীর রাতেও খোলা আকাশের নিচে পলিথিন, মাদুর ও বিছানার চাদর বিছিয়ে অবস্থান করছেন শিক্ষকরা।
এর আগে শনিবার বিকালে ৩ দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
বিডি প্রতিদিন/আরাফাত