পঞ্চগড়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পৌর আদর্শ বিদ্যালয়ে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় এ কর্মসূচি আয়োজন করে। ক্যাম্পেইনে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় এবং স্কুল ক্যাম্পাস পরিচ্ছন্ন করে। পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা হয়। প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি।