কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে কুষ্টিয়ার এক যুবককে আটক করেছে বিজিবি। অভিনব কায়দায় পেটের ভেতর ইয়াবা বহনকালে তাকে আটক করা হয়। এ সময় তার পেট থেকে ৩ হাজার ২২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটক যুবক কুষ্টিয়ার মিরপুরের গৌড়দহ এলাকার তাহের মণ্ডলের ছেলে আশিক মণ্ডল। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দীন। তিনি জানান, আগের দিন বিকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করে।
এ সময় লাল রঙের পালসার মোটরসাইকেলে এক ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে তাকে আটক করা হয়। পরে তাকে স্থানীয় ‘তাজমান ডায়াগনস্টিক সেন্টারে’ নিয়ে এক্স-রে করা হলে তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন যে, কৌশলে ইয়াবা পেটের ভেতরে বহন করছেন। চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হলে তার শরীর থেকে লাল টেপে মোড়ানো ৬৫টি পোটলা বের হয়। এগুলোর ভেতর মোট ৩ হাজার ২২৮ পিস ইয়াবা পাওয়া যায়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দীন আসামির বরাতে আরো জানান, আসামি স্বীকার করেন, উখিয়ার পালংখালী এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল